দেশের বাজারে নতুন অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার

দেশের বাজারে নতুন অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার

দেশের বাজারে নতুন অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার

বাংলাদেশে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার বাজারজাত শুরুর বিষয়ে ব্লুডট টেকনোলজির নির্বাহী পরিচালক ইসমাইল হোসেন বলেন, এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার মাত্র এক মিনিটের মধ্যেই কম র‍্যাম ও সিপিইউ ব্যবহার করে ম্যালওয়্যার ও ভাইরাস শনাক্ত করে সেগুলো দ্রুত ধ্বংস করতে পারে। এতে কম্পিউটার বা ফোনের গতি কমে যায় না। এটি ইন্টারনেট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি, ফায়ারওয়াল হিসেবেও কাজ করে। শুধু তা–ই নয়, চার স্তরের নিরাপত্তা সুবিধা থাকায় সহজেই যেকোনো ধরনের সাইবার হামলা ঠেকাতে পারে।


ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলে দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কম্পিউটারে থাকা সব ফাইল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার। ফলে ম্যালওয়্যার বা র‍্যামসমওয়্যার হামলা হলেও কম্পিউটার থেকে তথ্য চুরি বা ফাইল এনক্রিপ্ট করতে পারে না সাইবার অপরাধীরা। দূর থেকেও বাসা বা অফিসের কম্পিউটারে ম্যালওয়্যার বা ভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষার সুযোগ দিয়ে থাকে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার।

We are here to answer your questions 24/7

NEED A READY THEME?

Buy Now