বট ম্যালওয়্যার- নিরাপত্তা প্রশ্নে বড় ঝুঁকি

বট ম্যালওয়্যার- নিরাপত্তা প্রশ্নে বড় ঝুঁকি

বট ম্যালওয়্যার- নিরাপত্তা প্রশ্নে বড় ঝুঁকি

নর্ড ভিপিএনের গবেষণায় দেখা গেছে, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষের তথ্য বেহাত হয়েছে বট ম্যালওয়্যারের কারণে। এ ছাড়া আড়াই কোটির বেশি ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড বেহাত হয়েছে। এর মধ্যে গুগল, মাইক্রোসফট ও ফেসবুকের ব্যবহারকারীর তথ্যও রয়েছে।

বট ম্যালওয়্যারকে সাধারণ ম্যালওয়্যারের থেকে বেশি বিপজ্জনক বলা হয়ে থাকে। কারণ, এ ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্য বেহাত হওয়ার শঙ্কা থাকে। এমনকি বহু স্তরের অথেনটিফিকেশন সুরক্ষা বলয়কে ভেঙেও এ ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া হয়।

সাধারণ পাসওয়ার্ড হ্যাক করা হলে এমএফএ বা বহুমুখী অথেনটিফিকেশন সুরক্ষা বলয় ভাঙতে পারেন না হ্যাকাররা। কিন্তু ভুক্তভোগীর কুকিজ ও যন্ত্রের কনফিগারেশন তথ্য থাকায় বট ম্যালওয়্যারের মাধ্যমে এমএফএ সুরক্ষা বলয় এড়িয়ে তথ্য চুরি করতে পারেন হ্যাকাররা। এমন ব্যাখ্যা উপস্থাপন করেছে নর্ড ভিপিএনের নিরাপত্তা বিশ্লেষকেরা। এ ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড ম্যানেজার ও ফাইল এনক্রিপশন টুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।


সূত্র: টেকরাডার

We are here to answer your questions 24/7

NEED A READY THEME?

Buy Now